বীরভূম জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সিউড়ি ট্রাফিক পুলিশের উপস্থাপনায় শনিবার একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হলো সিউড়ির একটি বেসরকারি লজে। যে ক্যাম্পে পুলিশকর্মীরা রক্ত দান করছেন। পুলিশের মোট ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন ডিএসপি ট্রাফিক পুলিশ সেখ আকতার আলি। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে ট্রাফিক পুলিশের।