হাতেগোনা আর ক'টা দিন, তারপরেই ভাগ্য নির্ধারণের পালা। তাই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে জন সকাল থেকে দিকে দিকে প্রচারে নেমে পড়ছেন- ২০২৪ লোকসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী সহ দলের কর্মীরা। বুধবার সকালে বহরমপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রচার সারতে দেখা গেলো বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল সাহাকে। উল্লেখ্য- প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সকাল হতেই সদলবলে তাকে প্রায় প্রত্যেক দিনই বেরিয়ে পড়তে দেখা যাচ্ছে জন সংযোগ বাড়াতে। যদিও এই লোকসভা নির্বাচনে বা রাজনৈতিক ময়দানে তিনি এক নতুন মুখ। তার পরিচিতি মূলত শহরের একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে। তাই বলা যেতে পারে- একদিকে তিনি যেহেতু নতুন মুখ, অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্র মানেই হ'ল অধীর ম্যাজিকের খেলা। তাই আর কালবিলম্ব না করে এককথায় নাওয়াখাওয়া ভুলে সকাল হতেই আম জনতার দরবারে দরবারে হাজির হতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী নির্মল সাহাকে। অন্যদিকে এদিন ৭ নম্বর ওয়ার্ডের দয়ানগর এলাকায় একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন তিনি।