Reported By : অভিজিৎ হাজরা
১৫ ই আগস্ট, মঙ্গলবার, স্বাধীনতার ৭৭ তম বর্ষ উদযাপন উপলক্ষে উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের পরিচালনায় বৃক্ষ দত্তাকীকরন অনুষ্ঠিত হলো গরচুমুক মিনি জু তে।আমফানের ক্ষয়ক্ষতির পরিপুরণের প্রচেষ্টায় ভারতীয় প্রজাতির জাতীয় গাছ -বট বৃক্ষ দত্তক দেওয়া হলো ,গড় চুমুক মিনি জুর বিভিন্ন বন্য প্রাণীদের।