বৃন্দাবন মাতৃমন্দিরে একটি বিশেষ স্কলারশিপ প্রদান

বৃন্দাবন মাতৃমন্দিরে একটি বিশেষ স্কলারশিপ প্রদান

News desk

গতকাল ১৭ ই আগস্ট ২০২৫ সুকিয়া স্ট্রিটে বৃন্দাবন মাতৃমন্দিরে স্কলারশিপ প্রদান অনুষ্ঠান হয়ে গেল। মোট চল্লিশ জন কৃতি ছাত্র ছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয়।

“ওয়েষ্ট বেঙ্গল সর্বোদয় ট্রাষ্ট” এর পক্ষে ট্রাষ্টের প্রতিষ্ঠাত দূর্গাচরন মিত্রের নামাঙ্কিত স্কলারশিপ দেওয়া হলো অর্নব ভট্টাচার্য কে এবং আরও একটি স্কলারশিপ দেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন এর নামে সৃজন হাজরা কে।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সম্পাদক তাপস বসাক, ট্রাষ্টী অভিজিত মিত্র, উপদেষ্টা সঞ্জয় রায়, শিল্পীদ্বয় শিউলি রামানি, শুভম দাস ও পামেলা  নাগ প্রমুখ।

 মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকভাবে এগিয়ে যেতে পারে  এমন শুভ কামনা কাম্য।

Leave a Reply

error: Content is protected !!