বেআইনি ভাবে চলছে পুকুর ভরাট করে জায়গা বিক্রির পরিকল্পনা

বেআইনি ভাবে চলছে পুকুর ভরাট করে জায়গা বিক্রির পরিকল্পনা

Reported By : News Desk ১১ ই ডিসেম্বর, রবিবার, বহরমপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবৈধ পুকুর ভরাট করে জায়গা বিক্রির পরিকল্পনা করেছে কিছু অসাধু ব্যক্তি। তাতে বাধ সেধেছে এলাকার জনসাধারণ। স্থানীয় মানুষজন পুকুর ভরাটের অনুমতিপত্র দেখতে চাইলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অবৈধ লেবার মিস্ত্রী সহ মালিক পক্ষ। এমনই অভিযোগ উঠল বহরমপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে। উল্লেখ্য, ইতিপূর্বেও স্থানীয় নেতাদের নাম করে তারা এই পুকুর ভরাট করার চেষ্টা করেছিল। তাই দীর্ঘ দিনের এই জলাশয় বুজিয়ে ফেলা রুখতে একত্রিত হয়ে রুখে দাঁড়িয়েছে ওই এলাকার জনসাধারণ। তাদের অভিযোগ, বেআইনি ভাবে, চুরি করে এই পুকুর ভরাট করার জন্য উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাটের কাজ। তবে এই পুকুর ভরাট রুখতে কখনোই পিছপা হবেন না তারা। যেখানে যেতে হয়, যা করতে হয় তার সব কিছুই করা হবে এই পুকুর ভরাট রুখতে।

Leave a Reply

error: Content is protected !!