বেআইনি ভাবে নির্মিত পাকা বাড়ি ভেঙে ফেলা হল জেলা প্রশাসনের উদ্যোগে

বেআইনি ভাবে নির্মিত পাকা বাড়ি ভেঙে ফেলা হল জেলা প্রশাসনের উদ্যোগে

Reported By : Binay Roy
২৫শে সেপ্টেম্বর, সোমবার, বহরমপুরের চালতিয়া এলাকায় বে আইনি ভাবে নির্মিত দুটি ঘর বিশিষ্ট একটি পাকা বাড়ি ভেঙে ফেলা হ'ল জেলা প্রশাসনের উদ্যোগে। মুর্শিদাবাদ জেলা পরিষদের জায়গায় বছর পাঁচেক আগে তৈরি হওয়া ওই বাড়িটির বিরুদ্ধে ২০২২ সালে কেস করে ভাকুড়ি মৎস্যজীবি সমবায় সমিতি বলে জানা গিয়েছে। এরপর কোলকাতা হাইকোর্টের নির্দেশনামা অনুসারে সোমবার বে আইনি ভাবে তৈরি হওয়া ওই দুটি পাকা ঘর ভেঙে ফেলা হ'ল প্রশাসনের উদ্যোগে। এই বে আইনি ঘরের মালিক কাউসার সেখ নামে জনৈক ব্যক্তি বলে জানালেন সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি।

Leave a Reply

error: Content is protected !!