‘বেঙ্গল কুইন’

‘বেঙ্গল কুইন’

Reported By News Dask

১৫- ৫০ সকল বয়সী মহিলারা যারা নিজ ব্যক্তিগত জীবনে অনেকেই সফল, প্রতিষ্ঠিত, 30 জন প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় বিচারকদের আসনে ছিলেন ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি, অর্কদেব ভট্টাচার্য , তনুজা চৌধুরী, ডক্টর শাশ্বতী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি। 'বেঙ্গল কুইন' এর কর্ণধার সুতপা বিশ্বাস জানান এই খেতাব শুধু নারীর বাহ্যিক রূপ দেখে নয় তার গুনের দিক টি বিচার করেই বিজেতা নির্ধারিত হয়।

Leave a Reply

error: Content is protected !!