REPORTED BY:- BINOY ROY
নবগ্রামে ৩৪ নম্বর জাতীয় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু এক স্কুল শিক্ষকের।প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দে।মৃত শিক্ষকের নাম সুব্রত হাজরা।নবগ্রামের পলসন্ডা মোড় এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর,সুব্রত হাজরা সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর এ বি এস বিদ্যাপীঠের শিক্ষক।
প্রতিদিনের মতো স্কুল যাওয়ার জন্য পলসন্ডা মোড়ে বাস ধরার জন্য যাচ্ছিলো ।জাতীয় সড়ক পারাপার করার সময় বহরমপুর থেকে ফারাক্কা গামী বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় সুব্রত হাজরার।যার জেরে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা।ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ।ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
