বেলঘড়িয়ায় প্রতিবাদী শিক্ষকের উপর হামলা: মদ্যপানের বিরুদ্ধে দাঁড়িয়ে আক্রান্ত হলেন নিরুপম পাল

বেলঘড়িয়ায় প্রতিবাদী শিক্ষকের উপর হামলা: মদ্যপানের বিরুদ্ধে দাঁড়িয়ে আক্রান্ত হলেন নিরুপম পাল

Reported By:- Manoj Das

বেলঘড়িয়ার নন্দননগরে এক শিক্ষক মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, যা তাকে রক্তাক্ত করে। ঘটনাটি ঘটে ভোর বেলায়, যখন নিরুপম পাল নামক অঙ্কন শিক্ষক আত্মীয়ের বাড়ি থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। পথে তিনি দেখেন, ঝিলের ধারের পাশে পাঁচজন যুবক ও এক যুবতী মদ্যপান করছে। প্রতিবাদের জেরে ওই যুবকরা মিলিত হয়ে শিক্ষকটির ওপর হামলা চালায়, যা সিসিটিভিতে বন্দী হয়।এই ঘটনায় শিক্ষক বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “পুলিশের ওপর আমাদের আস্থা থাকলেও তারা সব জায়গায় পৌঁছতে পারে না, তাই স্থানীয় জনগণের সহযোগিতার জন্য নৈশ প্রহরী গঠনের প্রয়োজন।”মদন মিত্র আরো বলেন, “বেলঘড়িয়ার আশেপাশের কিছু মানুষ এই অঞ্চলের বদনাম করার চেষ্টা করছে, কিন্তু আমি তা হতে দেব না।” তিনি শিক্ষকের সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা তার পাশে আছি এবং কামারহাটির সাধারণ মানুষও তার পক্ষে রয়েছেন।”এই ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তিনি বেলঘড়িয়ায় নিরাপত্তা ব্যবস্থার উন্নতিকল্পে পরিকল্পনার কথা জানান। কামারহাটির জনগণের মধ্যে সুশৃঙ্খলার প্রয়োজনীয়তা অনুভব করছেন বিধায়ক মিত্র, যা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সহায়ক হবে।

Leave a Reply

error: Content is protected !!