Skip to content
বেলঘরিয়াতে ”খেলা হবে উৎসব”

বেলঘরিয়াতে ”খেলা হবে উৎসব”

মাননীয়া মুখ্যমন্ত্রী অনুপ্রেরনায় সারা রাজ্যজুড়ে পালিত হল ” খেলাহবে উৎসব, উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক মদন মিত্র’র উদ্যোগে বেলঘরিয়া ঝাউতলা যুবক বৃন্দের আয়োজনে পালিত হলো এই উৎসব। শিশুদের দুধ ,বিস্কুট, খেলার বল বিতরণ এবং প্রায় ৫০ টি ক্রিয়া সংগঠনের হাতে ফুটবল দিয়ে সম্বর্ধিত করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিত হলো। বিধায়ক মদন মিত্র , স্থানীয় পূরপ্রশাসক সদস্য সমীরণ দাস , বিমল সাহা এবং ঝাউতলা যুবক বৃন্দের সম্পাদক দীপঙ্কর দাস উপস্থিত ছিলেন । সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কমলিকা ভট্টাচার্য এবং শিশু শিল্পী তর্পণ হাজরা সহ বেশকিছু নৃত্যশিল্পী নিত্য পরিবেশন করেন। কলকাতা টাকি বয়েজ আলিমনি অ্যাসোসিয়েশনের ক্রীড়া সংগঠক পার্থসারথি সাহা জানান মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই উৎসব সাধারণ মানুষের উন্নয়নের উৎসব।

Leave a Reply

error: Content is protected !!