বেলডাঙা থানার মাড্ডা এলাকায় বাড়ির পিছনের জঙ্গলে গোপনে পোতা ২০ থেকে ২২টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। গত ৪ তারিখে হাসিবুর শেখ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে আগ্নেয়াস্ত্র ও গান পাউডার পাওয়া যায়। পরে, আদালতে হাজির করার পর বেলডাঙা থানার পুলিশ হাসিবুরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের সূত্রে জানা গেছে, হাসিবুরের প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘকাল ধরে ঝামেলা চলছিল, এবং এই কারণে তিনি বাড়িতে অস্ত্র এবং বিস্ফোরক মজুত রাখছিলেন। আজ তাকে জিজ্ঞাসাবাদের সময় জঙ্গলে পোতা জার ভর্তি সকেট বোমার বিষয়ে তথ্য পান পুলিশ।বোম স্কোয়াডকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে। এই ঘটনার পরে স্থানীয় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং পুলিশ আরও তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
