Reported By:- Binoy Roy
বেলডাঙ্গা পৌরসভার কাউন্সিলরের বিজেপিতে যোগদান বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে বহরমপুর জেলা বিজেপি সভাপতি শাঁখারভ সরকারের হাত ধরে বিজেপিতে যোগদান করেন বেলডাঙা পৌরসভার নির্দল কাউন্সিলর ভরত ঝাও সহ আরও ১৭০ জন রাজনৈতিক কর্মী শাখারভ সরকারের হাতে ধরে বিজেপির দলীয় পতাকা কাঁধে তুলে নেন। ভরত ঝাও বেলডাঙ্গা পৌরসভার কংগ্রেসের বিগত দিনের চেয়ারম্যান ছিলেন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেও তিনি একবার বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন। গত পৌরসভা নির্বাচনে নির্দলের টিকিটে দাড়িয়ে বেলডাঙ্গা পৌরসভার কাউন্সিলর হন এই ভরত ঝাও।
পাশাপাশি এদিন বহরমপুর বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার বিস্ফোরক মন্তব্য করে বলেন খুব অল্প দিনের মধ্যেই তৃণমূলের দুই বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন।