Reported By:- News Desk
বেলডাঙ্গা রেলওয়ে হকার্স দের প্রায় শতাধিক কর্মী আজ আইএনটিটিইউসি যোগদান করেন । যোগদান করেন আইএনটিটিইউসির জেলা সভাপতি পার্থ প্রতিম সরকার এর হাত ধরে। এছাড়া উপস্থিত ছিলেন বেলডাঙ্গা 71 বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান ও সদ্য জেলা পরিষদের নির্বাচিত সহ-সভাধীপতি আতিউর রহমান, বেলডাঙ্গা শহর আইএমসিটিউসির সভাপতি আরফাত শেখ সহ তৃণমূল কংগ্রেসের ব্লক ও শহর নেতৃত্ব। বেলডাঙ্গা রেল স্টেশনের পার্শ্ববর্তী বসবাসকারী প্রায় 110 জন পরিবার আজ এই যোগদান সভায় উপস্থিত ছিল। তাদের দাবি রেলওয়েতে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত সমস্যার সমাধান পেতে ক্ষমতাশালী দল হাওয়ায় আজকের এই যোগদান।