Reported By : Binay Roy
৫ ই এপ্রিল , বুধবার, বহরমপুরের রাধারঘাট ছোটো বসন্ততলায় বোনকে ইভটিজিং এর প্রতিবাদ করায় দাদাকে খুনের চেষ্টা। অভিযোগ, প্রায় দেড় বছর ধরে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করত গোয়ালজান পশ্চিমপাড়ার কিছু যুবক। এর আগেও ওই ঘটনার কথা বাড়িতে জানায় ওই ছাত্রী।
কিন্তু ফের কিছুদিন থেকে ইভটিজিং শুরু করেছিল ওই যুবকেরা। সেই ঘটনার প্রতিবাদ করে তার দাদা দীপক মিশ্র। এরপর গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তার দাদাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে দীপকের পেট এফোড় ওফোর করে দেয় বলে অভিযোগ ওঠে ।
আর ওই ঘটনার পরে আজ সন্ধ্যেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত সুজন শীলকে গ্রেফতার করেছে পুলিশ।