Reported By : Binay Roy
১৭ ই জুলাই, সোমবার, মুর্শিদাবাদে দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রামের রাস্তায় খেলা করে বেড়ানোর সময় বোমা বিস্ফোরণে মারাত্মক ভাবে জখম হ'ল ৩টি শিশু। আহত ৩ শিশু একই গ্রামের বাসিন্দা। আহত শিশুদের পরিবার সদস্যরা জানিয়েছেন- এদিন দুপুরে গ্রামছাড়া দূরত্বে রাস্তায় একটি সাঁকোর নিচে একটি সকেট বোমা কুড়িয়ে পায় ওই শিশুরা। সঠিক বুঝতে না পেরে সেটিকে নিয়ে খেলা শুরু করে শিশুরা। যথারীতি সেই বোমা ফেটে যায়, বোমার আঘাতে গুরুতর ভাবে আহত হয় ৬ থেকে ৮ বছর বয়সী ৩টি শিশু। পরে খবর পেয়ে স্থানীয় মানুষজন ও পরিবার সদস্যরা ওই ৩ শিশুকে ভর্তি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাকে ঘিরে এদিন দুপুরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। অবশ্যই কোনো অসৎ উদ্দেশ্যে এখানে কেউ বা কারা বোমাটিকে রেখে গিয়েছে বলে স্থানীয়দের অনুমান।