ব্যাংক লোন পরিশোধ না করতে পারায় একটি বাড়ি সিজ করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের পাকুড় দেয়ার গ্রামের সাইদুল ইসলাম এর বাড়ি ।
জানাযায় প্রায় কুড়ি লক্ষ্য টাকা লোন নিয়েছিলেন সাইদুল ইসলাম সেই অর্থ পরিশোধ না করতে পারায় ব্যাংক কর্তৃপক্ষ বাস করা বাড়ি সিজ করলো ।
ঘটনায় এলাকায় ওসি সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছিল যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ।
এলাকাবাসীর দাবি বড়বড় বিজনেসম্যান দের লোন মাফ করা হয় কিন্তু এই রকম গরীব পরিবারের লোন মাফ হলো না বলেও জানান ।