ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে।
লোকসভা নির্বাচনের আগে আবারো বোমা উদ্ধার করলো ইসলামপুর থানার পুলিশ।
এদিন ইসলামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার টেকারায়পুর অঞ্চলের চক জামা ও বুড়া খুলি এলাকার সর নিকটে তল্লাশি চালিয়ে এক সাকুর নিচ থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে ।
সেই ব্যাগে মোটে বোমা ছিল ৯ খানা.....
হাতে গোনা আর কয়েক সপ্তাহ তারপরেই লোকসভা নির্বাচন নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে।
আতঙ্কিত রয়েছে এলাকাবাসী....
ইসলামপুর থানার পুলিশ সেই জায়গায় গিয়ে বোমা গুলি ঘিরে রাখে এবং bom squadকে খবর দেওয়া হলে আজ সকাল নাগাদ তারা গিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করে....
তবে এই বোমা কে বা কারা কি উদ্দেশ্যে সে জায়গায় মজুদ রেখেছিল পুরো সেই বিষয়ই তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ.....