Reported By:- Manoj Das
গত ৯ জুলাই ধর্মঘটের দিন ব্যারাকপুরের শিল্পাঞ্চলে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্মঘট চলাকালীন পুলিশ ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মঘটকারীদের উপর আক্রমণের খবরের প্রেক্ষিতে এই প্রতিবাদের আয়োজন করা হয়। প্রতিবাদী মিছিলটি ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড, চিরিয়া মোড় এবং বিটি রোড ধরে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসের দিকে অগ্রসর হয়। মিছিলে সিআই টি ইউ’র জেলা কমিটির সভাপতি সোমনাথ ভট্টাচার্য ও সম্পাদক গার্গী চ্যাটার্জির বক্তব্যের পর শুরু হয় মিছিল। পুলিশ কমিশনারের অফিসের সামনে পৌঁছে তিনটি বেরিকেট ভেঙে ফেলার চেষ্টা করে সি আই টি ইউ’র সদস্যরা, যা পুলিশের সাথে সংঘর্ষ ঘটায়। এ সময় স্লোগান দেওয়া হয় এবং বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতারা।ডেপুটেশন প্রদানকারী সাত সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সোমনাথ ভট্টাচার্য, গার্গী চ্যাটার্জি, অসিত সেন, জহর ঘোষাল, শুভজিৎ দাশগুপ্ত, কনিকা দাস এবং সুশান্ত দেব। প্রতিবাদী সভায় সায়ন দ্বীপ মিত্র ও সুবীর ভট্টাচার্যসহ আরও অনেক নেতার উপস্থিতি ছিল। এভাবে সি আই টি ইউ’র এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় এবং এই প্রতিবাদে শ্রমিকদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।