Reported By Mahatab Chowdhury
কলকাতা, ১৭ অক্টোবর ২০২৫:
কলকাতা প্রেস ক্লাবে দিশান হাসপাতালের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল ব্রেস্ট ক্যান্সার ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি।
২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতবর্ষে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৩০ হাজার। এই উদ্বেগজনক পরিস্থিতিকে সামনে রেখে দিশান হাসপাতাল চালু করল “ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক”।
এই ক্লিনিকের অন্যতম লক্ষ্য—
আক্রান্ত স্তনকে যতদূর সম্ভব অক্ষুণ্ণ রেখে আধুনিক পদ্ধতিতে ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা, যাতে রোগী ক্যান্সার মুক্তির পাশাপাশি তার আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পায়।
প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবারে দিশান হাসপাতালে এই বিশেষ ক্লিনিক চালু থাকবে।
এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন—
ডাঃ শ্রেয়া মল্লিক (মেডিকেল অনকোলজিস্ট)
ডাঃ জ্যোতি গুপ্ত (অনকোসার্জন ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ)
ডাঃ আমান প্রকাশ , (অনকোসার্জন ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ)
ডাঃ অনু শিলা দত্ত (ফিজিওলজিস্ট সহ অন্যান্য ক্যান্সার বিশেষজ্ঞ)
দিশান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সজল দত্ত।
দিশান হাসপাতাল তাদের নতুন ব্রেস্ট ক্যান্সার ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা ও মানসিক সহায়তার সমন্বয়ে মহিলাদের আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।