Reported By : Binay Roy
২১ শে জুলাই, শুক্রবার, পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীদের শাসক দলের দ্বারা প্রলোভন ভয় ও হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যে নির্দেশ অনুযায়ী ব্লকে ব্লকে ডেপুটেশন বিজেপির। শুক্রবার দুপুরে বহরমপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে আসা বিজেপির নেতাকর্মীরা অবস্থান-বিক্ষোভে সামিল হন। পরবর্তীতে তারা ব্লক আধিকারির নিকট ডেপুটেশন জমা দেন। এদিন বহরমপুর ব্লকে ব্লক আধিকারিক না থাকায় অতিরিক্ত ব্লক আধিকারিকের হাতে ডেপুটেশন জমা দেন বিজেপির নেতাকর্মীরা। এদিন বহরমপুর ব্লক অফিসে ১৪৪ ধারা জারি করা হয়। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় হজ কমিটির সদস্যা মাফুজা খাতুন, মুর্শিদাবাদ জেলার বিজেপি সাধারণ সম্পাদক লালটু দাস সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা।