রক্তের ঘাটতি মেটাতে মুর্শিদাবাদের নওদা ব্লকের ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার নওদা থানার নওদা হাজী সৈয়দ পিটিটি আই কলেজ প্রাঙ্গণে। এদিন এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, নওদা ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখ, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, ১০ পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল তৃণমূল সভাপতিরা সহ জনপ্রতিনিধিরা।