মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম শনিবার দুপুরে ভগবানগোলায় গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃত ব্যক্তির পরিবারে বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এরপর তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানিতলা থানা এলাকায় এক কর্মী সভায় উপস্থিত হন। এখানকার দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার মিছিল করেন। মিছিল থেকেই তিনি পথ চলতি সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। এদিনের বামেদের মিছিলে উৎসাহের সহিত উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরা।