ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার খোদ যুব কংগ্রেস নেতা ও তার স্ত্রী। বাস,লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়া হল মুর্শিদাবাদ জেলা রানিনগর ১ ব্লকের যুব কংগ্রেস সভাপতি মাসাদুল ইসলামকে,তাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তিনার স্ত্রী মাফরুজা বিবিও। আঘাত লাগে মাশাদুলের মাথায় ও পায়ে,স্ত্রীর হাতও জখম হয়। গুরুতর জখম অবস্থায় তিনারা এখন ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোটের আগেও তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভোটের ফল বেরোনোর পর থেকেই উত্তেজনা ছাড়াই গ্রামে।
রানীনগর ১ ব্লক এলাকায় জোট প্রার্থী বেশি ভোট পাই, রীতিমত তারই জেরে গন্ডগোল সৃষ্টি হয়।
অভিযোগ, ইসলামপুরের গোপীনাথপুর এলাকায় মাসাদুল ইসলামকে হাতের নাগালে পেয়ে আজ সকালে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা তার ওপর। তাকে বেধরক মারধর করা হয়, বলে অভিযোগ । খবর পেয়ে সে জায়গায় তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও মারধর করা হয়। এমনকি তার স্ত্রীর গলা থেকে একটি চেন ছিড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
পরে গ্রামবাসীরা দুজনকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠাই,যদিও এই ঘটনাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পুরোপুরি অস্বীকার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।