ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসার ছবি আবারও মুর্শিদাবাদের ডোমকলে, রাতের অন্ধকারে লঙ্কা ও বেগুন কেটে নষ্ট করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার তৃণমূলের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুর একুশ নম্বর ওয়ার্ড এলাকায়। জমির মালিক রহিদুল শেখের দাবী প্রায় ৬ কাঠা জমির লঙ্কা ও বেগুন কেটে নষ্ট করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার জোট কর্মীর হাতে আক্রান্ত হয় তৃণমূলের এক কর্মী, তার রাজনৈতীক প্রতি হিংসায় লঙ্কা ও বেগুন কেটে নষ্ট করা হয়েছে, এমনটাই দাবী ওই কৃষকের। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের অম্বরপুর একুশ নম্বর ওয়ার্ড এলাকায়। ফসলের ক্ষতিপূরণ এবং দুষ্কৃতীদের শাস্তির দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন ওই কৃষক বলে খবর।