ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু ফিরছে পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু ফিরছে পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ

Reported By:- Masud Rana

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু, ফিরছে পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ। দিল্লি মুম্বাইয়ের পর এবার কেরালায় খেতের কাজে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ধুলাউড়ি এলাকার বাসিন্দা আনসারুল মন্ডলের। আনসারুলের মৃত্যুতে শোকের ছায়া পরিবারের পাশাপাশি গোটা এলাকায়। জানাগেছে গত আঠারো দিন আগে স্ত্রী, বৃদ্ধ মা, বৌমা ও পরিবারের বাকি সদস্যদের রেখে, নুন আনতে পান্তা ফুরানো সংসারের হাল ধরতে তার ছেলেকে নিয়ে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আনসারুল মন্ডল। তবে তার স্বপ্ন; স্বপ্নই থেকে গেল। তার মৃত্যুতে সব শেষ হয়ে গেলো , দিশেহারা হয়ে গেল গোটা পরিবার। অবশেষে আনসারুল মন্ডলের কফিনবন্দি দেহ ফিরছে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, সরকার কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন এলাকার মানুষজন।

Leave a Reply

error: Content is protected !!