হঠাৎ ভয়ংকর অগ্নিকাণ্ড গভীর রাত্রে, নিঃস্ব হয়ে যায় একটি পরিবার। আহত হয়েছেন পরিবারের লোকজন। স্থানীয়রা জানান খবর দিলেও এসে পৌঁছতে পারেনি দমকল, ফলে পুড়ে ছাই হয়ে যাই বাড়িঘর সহ আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে গতরাত্রে মুর্শিদাবাদের ডোমকল ভগীরথপুর কাঠুরিয়া পাড়া এলাকায়। উরফান শেখ তার পরিবার নিয়েই বসবাস কাঠুরিয়া পাড়ায়, হঠাৎ গভীর রাত্রে তার বাড়িতে দাউ দাউ করে জ্বলতে দেখে আগুন, তারপরেই হতভম্ব খেয়ে কি করবে? কোথায় পালাবে? সবই যেন চোখের সামনে নিমিষেই সব শেষ হয়ে গেল। ওই আগুনেই পুড়ে জখম হয়েছে তার স্ত্রী। স্থানীয়রা দমকল বাহিনীকে ফোন করেছিলেন কিন্তু এসে পৌঁছাতে পারেননি দমকলের ইঞ্জিন। বর্তমানে ওই পরিবারেকে সরকারি সাহায্যের আরজি জানিয়েছেন প্রতিবেশীরা।সকালে খবর পেতেই ঘটনাস্থানে পৌঁছান স্থানীয় প্রধান এবং পাশে থাকার আশ্বাস দেন।