Skip to content
ভয়ঙ্কর খেলা হবে, খেলা দিবসের উদ্বোধনে অনুব্রত মণ্ডল

ভয়ঙ্কর খেলা হবে, খেলা দিবসের উদ্বোধনে অনুব্রত মণ্ডল

 

১৬ই আগস্ট খেলা দিবসের উদ্বোধন করতে মহঃবাজারে পৌঁছান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে তিনি একটি ছোট্ট সভার মধ্য দিয়ে এই খেলা দিবসের সূচনা করলেন। অনুষ্ঠানটি হয় ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধনের পাশাপাশি তিনি ত্রিপুরা থেকে উত্তর প্রদেশ সব জায়গায় ভয়ঙ্কর খেলা হবে বলে জানিয়ে দেন। তার কথা অনুযায়ী একুশে কেমন খেলা হয়েছে চব্বিশেও তেমনি খেলা হবে।

এদিন এই অনুষ্ঠান উপলক্ষে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। যে ফুটবল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা এবং রানার্সআপ পুরস্কার হিসাবে রয়েছে 60 হাজার টাকা। অনুব্রত মণ্ডল নিজে ফুটবল বিতরণের মধ্য দিয়ে এই খেলা হবে দিবসের উদ্বোধন করলেন।

Leave a Reply

error: Content is protected !!