Skip to content
ভয়াবহ পথ দুর্ঘটনা

ভয়াবহ পথ দুর্ঘটনা

Reported By : Binay Roy ১৬ ই জানুয়ারি, সোমবার, মুর্শিদাবাদের বহরমপুর থানার কুমড়োঘাট সাহেবপাড়া সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত ওই যুবকের নাম গোলাম শেখ। তার বাড়ি হরিহরপাড়া থানার মামদালিপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ভাকুড়ি থেকে একটি চারচাকা গাড়ি আসছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে চাকা বাস্ট হয়ে উল্টে যায়। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম শেখ নামের ওই যুবকের। স্থানীয়রা উদ্ধার করে আরো দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানতে পারা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আর ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

error: Content is protected !!