Skip to content
ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষক গ্রেফতার

ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষক গ্রেফতার

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চর কাকমারী সীমান্ত এলাকায় বুধবার বিকেলে দুই ভারতীয় কৃষককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোয়েব নবী সেখ (৪২) ও আইনাল হক (৫৪) নামে পরিচিত এই কৃষকরা স্থানীয় লালকূপ কলোনী এলাকা থেকে এসে কলাইয়ের জমি দেখতে গিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১১টার দিকে তারা চর কাকমারী ১১ নম্বর ক্যাম্পে আধার কার্ড দিয়ে জমির তথ্য সংগ্রহ করে মাঠে যান। তবে জমির অবস্থা পরিদর্শন শেষে ফেরার পথে বিজিবি তাদের আটক করে। এই ঘটনায় পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তারা জানাচ্ছেন, অনেক চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। একজন পরিবারের সদস্য জানান, “আমরা খবর পেয়েছি বিকেল চারটের সময়। আমাদের ছেলে ফিরবে কি না, তা নিয়ে আমরা চিন্তায় আছি।” আইনাল হকের জমিতে দশ থেকে বারো বিঘা কলাই ছিল, যা সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থায় জমির পরিস্থিতি জানতেই তারা সেখানে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এখন পরিবারের সদস্যরা আইনগত সাহায্যের জন্য উদ্যোগ গ্রহণ করছেন এবং সরকারের সুদৃষ্টি কামনা করছেন যাতে তাদের প্রিয়জন নিরাপদে ফিরে আসেন।

Leave a Reply

error: Content is protected !!