আজও সাড়ম্বরে পালিত হচ্ছে বহরমপুরের ভারত সঞ্চার নিগম লিমিটেডের দপ্তরে বিশ্বকর্মা পুজো। বিশেষ করে, ফৌজদারি কোর্ট সংলগ্ন এলাকায় অবস্থিত এই পুজোটি একসময় ছিল কর্মী ও সদস্যদের মিলনস্থল। কিন্তু বর্তমানে, মুষ্টিমেয় কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
পুজো উদ্যোক্তা সপ্তর্ষি পাল জানিয়েছেন, "আগে এই পুজোটি অনেক বড় আকারে করা হত এবং বহু মানুষ এতে অংশগ্রহণ করতেন। এখন যদিও উপস্থিতি কমেছে, তথাপি আমাদের মধ্যে এবারের পুজোকে কেন্দ্র করে উৎসাহ রয়েছে।" উদ্যোক্তাদের পক্ষ থেকে এবারও খাওয়াদাওয়ার ব্যাপক আয়োজন করা হয়েছে, যা উপস্থিত সকলকে আনন্দ দিয়েছে।
বিশ্বকর্মা পুজোর মাধ্যমে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই অনুষ্ঠান এখনো হয়ে চলেছে, যা প্রমাণ করে যে, সংকট কিংবা চ্যালেঞ্জ যতই আসুক না কেন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মানুষের ভালোবাসা কখনো কমবে না।