Reported By:- Binoy Roy
মঙ্গলবার ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে। যদিও একজন ছাত্রকে ইতিমধ্যে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২ ছাত্রের কোনো হদিস পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তলিয়ে যাওয়া ছাত্রদের নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ শেখ(১৩)। তাদের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। উভয়েই কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকেও। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।