Reported By:- News Desk
৪ঠা মে, বৃহস্পতিবার, মুর্শিদাবাদের জলঙ্গীর টিকরবাড়িয়া কাজী নজরুল হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ভর্তির ফিজ বেশী নেওয়ার কারনে পথ অবরোধ করে। ছাত্রছাত্রীদের বক্তব্য, অন্যান্য স্কুলে ৩০০-৩৫০ টাকা করে নেওয়া হচ্ছে ভর্তি বাবদ। আর তাদের স্কুলে ৫০০ টাকা দাবী করছে প্রধান শিক্ষক। জানতে চাইলে প্রধান শিক্ষক কারন না জানিয়ে
খারাপ ব্যবহার করে। সে কারনেই আজ তারা গেট আটকে পথ অবরোধ করে। বিক্ষোভের জেরে পথ অবরোধের কারনে জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে যামজটের সৃষ্টি হয়।
অবশ্য প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বক্তব্য, স্কুলে শিক্ষক সংখ্যা কম। বিজ্ঞান বিভাগের মাত্র ২ জন রয়েছেন। স্কুল চালানো অসম্ভব হচ্ছে। তাই বাইরে থেকে শিক্ষক এনে পড়ানো হচ্ছে। তাদের বেতন বাবদ টাকা পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি নানান জনের সাথে আলোচনা করেছেন এমনটাই জানাচ্ছেন।
ছাত্র ছাত্রীদের বক্তব্য ভর্তি বাবদ টাকা না কমালে ফের অবরোধ করবে। জলঙ্গী থানার পুলিশ এসে বোঝানোর পর অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।