ঈদের মধ্যেও নেই ভালো বিদ্যুৎ পরিষেবা। ঘোরে না ফ্যানের পাখা। জ্বলে না বাল্ব। ভ্যাপসা গরমে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। ঈদ উৎসবের মধ্যেও একই অবস্থা। বাড়িতে আত্নীয় স্বজন এসেছে। তাদের নিয়েও সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ফলে ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ায়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর এলাকার ঘটনা মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধ চলছে। গ্রামের মহিলা পুরুষ সকলেই বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে গরম পড়লেই হরেকৃষ্ণপুর গ্রামে ভোল্টেজ থাকে না। গোটা গ্রামের একই অবস্থা। গরমে ঘুমাতে পারেন না কেউই, তাই বাধ্য হয়ে তারা হরেকৃষ্ণপুর বাজার এলাকায় পথ অবরোধ করেছেন। অবিলম্বে চার তারের লাইন এবং নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চাইছেন গ্রামবাসীরা। ফলে ফকিরাবাদ থেকে নওদাপাড়া রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন পথ চলতি মানুষ। লাইন দিয়ে দাঁড়িয়ে যায় যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে ছোট ছোট যানবাহন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন।