Reported By : Binay Roy
৬ই ডিসেম্বর, বুধবার, বহরমপুর ব্লকের ভাকুরি ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন মেম্বার আজ যোগদান করলেন বিজেপিতে। বুধবার বিকেলে বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে দক্ষিণ মুর্শিদাবাদ সংগঠনের সভাপতি শাখারভ সরকারের হাত ধরে তিনি যোগদান করলেন বিজেপিতে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য লাল্টু দাস সহ জেলার একাধিক বিজেপি নেতৃত্ব। তৃণমূল দলের দুর্নীতি মেনে নিতে না পেরে দীপঙ্কর চৌধুরী নামে তৃণমূলের ওই প্রাক্তন পঞ্চায়েত মেম্বার স্বেচ্ছায় আজ যোগদান করলেন বিজেপি দলে- বলে দাবি মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্বের।