Skip to content
ভাগীরথীতে স্নান করতে গিয়ে যুবক তলিয়ে গেলেন

ভাগীরথীতে স্নান করতে গিয়ে যুবক তলিয়ে গেলেন

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলা বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা স্পিড বোট নিয়ে ভাগীরথীতে হীরা শেখের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। হীরা শেখের বয়স ২৮ এবং তার বাড়ি মুর্শিদাবাদের শঙ্করপুরে। পুলিশ জানায়, হীরা শেখ ও তার বন্ধু সাজিবুল ইসলাম মোটরবাইকে করে বহরমপুর শ্মশান ঘাটে আসেন, পরে ফরাসডাঙা ঘাটের কাছে বসে মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে দুর্ঘটনার শিকার হন।মূলত, সাজিবুল ইসলাম কোনোভাবে জল থেকে উঠে আসলেও হীরা শেখ জলতলিয়ে যান। ঘটনার পর হীরা শেখের পরিবার দাবি করেছেন, সাজিবুল হীরাকে খুন করেছে। হীরার দাদা কালাম শেখ বলেন, “সন্ন্যাসীডাঙা থেকে সাজিবুল এসে পাড়ার যুবককে তুলে নিয়ে আসে খুনের উদ্দেশ্যে।”স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং তারা এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছে। পুলিশ দেহ উদ্ধারের চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

error: Content is protected !!