Reported By : News Desk
৩ রা মে, বুধবার, ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মুর্শিদাবাদ জেলার উদ্যোগে কয়েক দিন ধরে প্রাকৃতিক দুর্যোগের এবং শিলা বৃষ্টির কারণে কৃষকদের প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে,, সেই কারণে কৃষাণ মোর্চার জেলা সভাপতি নিমাই মজুমদার, বিধানসভার কনভেনার বিধান সরকার এবং মন্ডল সভাপতি মলয় মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ বেলডাঙ্গা বিধানসভার অনন্তরগত রাঙামাটি চাঁদপাড়া অঞ্চলের চর মহুলায় কৃষকদের সঙ্গে দেখা করেন এবং কৃষকদের ফসলের জমিও পরিদর্শন করেন।
আগামী দিনে যেন কৃষক রা ফসল ক্ষতির জন্য সঠিক ক্ষতিপূরণ পাই সেই দাবি নিয়ে এবং কৃষকদের সই করে ADO অফিসে স্মারকলিপি জমা দেওয়া হবে।