Reported By : News Desk
২৮ শে ডিসেম্বর, বুধবার, বহরমপুরে সকালে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাড়ম্বরে পালিত হয় কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস। যে জাতীয় কংগ্রেসের হাত ধরে পরাধীন ভারতবাসী মুক্তির স্বাদ পেয়েছিল, আজ সেই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তাই আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এদিন শুধু জেলা কার্যালয়েই নয়, জেলার সমস্ত প্রান্তে কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের এই প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে এদিন সকালে বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি মহাপুরুষদের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে পালন করা হয় দিনটিকে। সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর টাউন কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা।