গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা বিধান সভা কেন্দ্র তথা আমতা ২ নং পঞ্চায়েত সমিতির অধীন থলিয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ' ধাঁইপুর আমরা কয়েকজনা ' সংস্থার পরিচালনায় ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ মহাশ্বেতা বন্দনা ও পুলওয়ামা -য় ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মৃতিতে উৎসর্গকৃত ' ব্লাক ডে ' ' কালা দিবস ' পালন করা হল রক্তদান শিবিরের মাধ্যমে।
এই স্মৃতি রক্ষার্থে মানবিক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জওয়ান অচিন্ত্য কুমার দাস, জওয়ান সত্যজিৎ মান্না, জওয়ান অনিমেশ পাত্র, জওয়ান লাল্টু পাত্র, জওয়ান রমেন সাঁতরা, জওয়ান প্রদীপ কুমার দলুই। উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল,থলিয়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দলুই।
রক্তদান শিবিরে সাত জন মহিলা সহ পঞ্চাশ জন রক্তদান করেন।পঞ্চাশ জন দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
ধাঁইপুর আমরা কয়েকজনা সংস্থার পরিচালনায় মহাশ্বেতা বন্দনা উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠান সূচিতে আছে রক্তদান শিবির, কম্বল বিতরণ, এলাকার শিল্পীদের নিয়ে অনুষ্ঠান,এক দিবসীয় আট দলীয় নক আউট পাওয়ার বল প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠান।