Skip to content
ভারত সরকারের খাদ্য দফতরের সহযোগিতাতে কম দামে খাদ্যদ্ৰব্য বন্টন

ভারত সরকারের খাদ্য দফতরের সহযোগিতাতে কম দামে খাদ্যদ্ৰব্য বন্টন

Reported By:- News Desk

ভারত সরকারের খাদ্য দফতরের সহযোগিতাতে প্রতি সপ্তাহের দুদিন করে কলকাতার বিভিন্ন ঘন জন বসতি অঞ্চলের মানুষের মধ্যে আটা , ডাল , পেঁয়াজ এবং আলু কম দামে বন্টন করা হয় বলে জানান বিশেষ আধিকারিক ভাস্বতী ব্যানার্জি। আটা Rs 27.50 প্রতি কেজি , ডাল Rs 60.00 প্রতি কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে জন সাধারণের মধ্যে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রচুর সারা পাওয়া গেছে বলে সরকারী তথ্য সূত্রে জানা গেছে। ভবিষ্যতে আরও বেশী মানুষের জন্য এই পরিসেবা করা হবে বলে সূত্রের খবর।

Leave a Reply

error: Content is protected !!