Skip to content
ভাসুরের হাতে আক্রান্ত ভাইয়ের বৌ

ভাসুরের হাতে আক্রান্ত ভাইয়ের বৌ

Reported By : Masud Rana
১৬ ই ডিসেম্বর, শনিবার, মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকায় দোকান ঘরের ভাগাভাগি নিয়ে ভাসুরের হাতে আক্রান্ত ভাইয়ের বৌ। মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকার ঘটনা। জেসমিনা বিবি নামের এক মহিলাকে বাজারের মধ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর জখম হয় ওই মহিলা। তাকে উদ্ধার করে সাগরপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ডোমকল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর নরসিংহপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন মহিলাকে প্রকাশ্যে রাস্তার ওপর ফেলে মারধর করায় প্রশ্ন উঠছে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত মিনাজ বিশ্বাস নামের একজনকে আটক করেছে।

Leave a Reply

error: Content is protected !!