Reported By:- Manoj Das
পানিহাটি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিশা মাহাতো সিং গতকাল রাত আটটার সময় দুই মাসের সন্তান সম্ভবা অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর আমিশার জন্য প্রয়োজনীয় ওষুধের প্রেসক্রিপশন লিখে দেন।আমিশার পরিবার তখন নির্দেশিত প্রেসক্রিপশনের ভিত্তিতে সাগর দত্ত হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান এস সাহা এজেন্সিতে এসে সঞ্জয় দের থেকে ওষুধ কিনেন। কিন্তু রাতের বেলা সেই ওষুধ নেওয়ার পরই ভোররাত্রি থেকে আমিশার রক্তক্ষরণ শুরু হয়।পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুনরায় সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে আসেন। চিকিৎসকেরা যখন জানতে পারেন, তখন তারা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধের ফয়েলগুলো পরীক্ষা করেন এবং হতবাক হন। দেখা যায় যে, গর্ভবতী মায়ের জন্য প্রাপ্ত ওষুধের সঙ্গে চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধের কোনো মিল নেই।এই কারণে আমিশার রক্তক্ষরণ শুরু হয় এবং চিকিৎসকদের তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় তাকে হাসপাতালে ভর্তি করার। ইউএসজি পরীক্ষায় নিশ্চিত হয় যে, গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটেছে। ফলস্বরূপ, ডাক্তারবাবুরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার ব্যবস্থা গ্রহণ করেন, যা আমিশার জীবনযাত্রাকে সংকটময় পর্যায়ে নিয়ে যায়।এই হৃদয়বিদারক ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ফার্মেসির বিরুদ্ধে আমিশার পরিবার কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। ফার্মেসির মালিক সিদ্ধার্থ চ্যাটার্জি বলেন, “যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তা চরম অন্যায়। আমি বিষয়টি দেখবো।”এখন সকলের নজর এই ঘটনার দিকেই, যাতে ভবিষ্যতে আর কোনো গর্ভবতী মায়ের নির্যাতন না হয় এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।