৩১ শে অক্টোবর, সোমবার, মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের সাগরপাড়া অঞ্চলে সিপিআইএম ও কংগ্রেস থেকে ৫০ জন কর্মী তৃণমূলে যোগদান করল। সোমবার সকালে জলঙ্গী উত্তর জোনের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুপদ সরকারের হাত ধরে যোগদান করেন তারা। জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূল কংগ্রেসে তাদের যোগদান। দেখা যাচ্ছে, এইভাবে একের পর এক শক্তি বৃদ্ধি করে চলেছে তৃণমূল। তবে কি বিরোধীশূন্য তৃণমূল পঞ্চায়েত গড়তে চাইছেন তৃণমূল? এখন সেটাই হল দেখার বিষয়।