আর মাত্র কয়েক দিনের ব্যবধান। তারপরেই পঞ্চায়েত ভোট, ভোটের আগে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ার। বৃহস্পতিবার বিকেলে ওই বোম গুলি নিষ্ক্রিয় করা হয় বলে খবর। সাগরপাড়া থানা সাহেবনগর এলাকায় একটি বাগানে তাজা বোমা উদ্ধার হয় । বোমা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । বোম উদ্ধার এর পর ঘটনাস্থলে আসে পুলিশ এবং খবর দেওয়া হয় ডিসপোজাল স্কোয়াড বাহিনীদের। বোম ডিসপোজাল স্কোয়াড বাহিনী এসে মোট সাতটি তাজা বোম নিষ্ক্রিয় করেছে বলে খবর। আপাতত এলাকার পরিস্থিত অনেকটাই নিয়ন্ত্রণে । তবে পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানোর জন্যই এই বোম মজুত রেখেছে বলে সাধারণ মানুষের ধারণা । তবে কে বা কারা রেখেছে তার তদন্ত নেমেছে সাগরপাড়া থানার পুলিশ।