Reported By : Binay Roy
১৫ ই জুলাই, শনিবার, ভোটের ফল ঘোষনা হওয়ার পরেই ফের রেজিনগরে বিপুল পরিমান বোমা উদ্ধার। আজ শনিবার রেজিনগর থানার চারটি গ্রাম থেকে পুলিশ তল্লাশি চালিয়ে ব্যাপক পরিমান বোমা উদ্ধার করে। একডালা মধুপুর, নাজিরপুর পূর্ব পাড়া, অমরপুর ,ছেতিয়ানি ঘোষপাড়া, এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং এলাকার মানুষ বিশেষ ভাবে আতঙ্কিত। বোমগুলো ডিসচর্য করার জন্য পুলিশের পক্ষ থেকে বোমস্কোয়াডকে খবর দেওয়া হয়। তবে বোমগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ।