ভোট দানের শেষ লগ্নেও উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মির্জাপুর খাগড়ুপাড়া ৮৫ এবং ৮৬ নম্বর বুথ। সকাল থেকেই এই বুথে উত্তেজনা ছিল। বিকেলে কংগ্রেস কর্মী ভোট দিতে এলে তাকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা কংগ্রেস কর্মীকে ভোট দানে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। সকালে এই বুথেই কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাঁধা দেওয়া হয়। পরে পুলিশ পৌঁছে কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়। বেলা দশটার সময় বুথের বাইরে জমায়েত হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছে অবৈধ জামায়েত সরিয়ে দেয়।