Reported By : News Desk
৮ ই জুলাই, শনিবার, এবার ভোট দিতে যাওয়ার আগেই গোটা পাড়া ঘেরাও করে বোমাবাজি চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতিরা। রীতিমতো আতঙ্কিত হয়ে এই মুহুর্তে ঘরবন্দী হয়ে পড়েছেন ওই এলাকার সাধারণ ভোটাররা। বুথের বাইরে পুলিশের সামনেই চলছে মুহুর্মুহু বোমাবাজি। এলাকার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাজা বোমা। আজ সকাল গড়াতেই এই ছবি ধরা পড়লো মুর্শিদাবাদে ইসলামপুর থানার দাঁড়াকাঠি এলাকায়।