Skip to content
ভোট পরবর্তী হিংসার ঘটনাস্থল পরিদর্শনে মোহাম্মদ সেলিম

ভোট পরবর্তী হিংসার ঘটনাস্থল পরিদর্শনে মোহাম্মদ সেলিম

Reported By Masud Rana

ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদ ডোমকলে, ঘটনাস্থল পরিদর্শনে মহঃ সেলিম, ক্ষতিগ্রস্থ পরিবারদের করলেন আর্থিক অনুদান।উল্লেখ্য গত ৭ই মে লোকসভা নির্বাচনে কংগ্রেস জোট করার অপরাধে ৯ই মে রাতের অন্ধকারে জোট সমর্থকের তিনটি সবজির দোকান পুড়িয়ে দেয়, ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূল।বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায়। জানাযায় গত বুধবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামে এক জোট সমর্থককে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয়।তারপর পরেই ভোর রাতে তার সহ আরো দুটি সবজির দোকান পুড়িয়ে দেয়। এই ঘটনায় অভিযোগ তোলেন তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় মুধুরকুল গ্রাম পঞ্চায়েত প্রধান বাবু মন্ডল তিনি বলেন মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ, চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেন বলে জানা গিয়েছিলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বাগডাঙ্গায়। এই ঘটনাকে ভোট পরবর্তী হিংসা বলে দাবী করেন জোট সমর্থকেরা। সেই খবর শুনেই ঘটনাস্থলে পরিদর্শনে আসলেন রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম। ক্ষতিগ্রস্থ পরিবারকে করলেন আর্থিক সাহায্য এবং পাশে থাকার আশ্বস্ত করলেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!