ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদ ডোমকলে, বাম কংগ্রেস জোট করার অপরাধে পোড়ানো হলো সবজির দোকান, অভিযোগ তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায়। জানাগেছে গত বুধবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামে এক জোট সমর্থককে তৃণমূলের তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয়, তারপর পরেই ভোর রাতে তার সহ আরো দুটি সবজির দোকান পুড়িয়ে দেয়, এই ঘটনায় অভিযোগ তোলেন তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় মুধুরকুল গ্রাম পঞ্চায়েত প্রধান বাবু মন্ডল তিনি বলেন মিথ্যে এবং ভিত্তি না অভিযোগ দুটো চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই জোট সমর্থক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনার খবর দেয়া হয় এলাকার পুলিশ প্রশাসনকে।