ভ্যাকসিন ঘাটতি রুখতে সিউড়ি পৌরসভার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে সেই সকল ব্যক্তিরা ভ্যাকসিন পাবেন যারা সিউড়ি পৌরসভার বাসিন্দা। মূলত ভ্যাকসিন নিয়ে প্রথম থেকেই ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এমত অবস্থায় বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছেন পৌরসভার এই স্বাস্থ্যকেন্দ্রে। ফলে পৌরসভার বাসিন্দারা অনেকেই ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন। যার পরিপ্রেক্ষিতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
