ভাকুড়ি 34 নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু হল এক মহিলার। আহত আর এক বাইক চালক। স্থানীয় সূত্রে খবর সন্ধ্যায় এক বাইক চালক এক মহিলাকে নিয়ে বহরমপুর থেকে সারগাছির দিকে যাচ্ছিল। সেই সময় ভাকুড়ির মোড় সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের উপর একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বাইক চালক ও ওই বিবাহিত মহিলা। দ্রুতগামী ট্রাক মহিলার দেহ ছেঁচড়াতে ছেঁচড়াতে প্রায় ৩০০ মিটার পথ নিয়ে যায়। ৩০০ মিটার রাস্তা জুড়ে হাত সহ দেহের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। বহরমপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার। করে আহত যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর মৃত মহিলার নাম বন্দনা দেবনাথ(২৫), বাড়ি চুঁয়াপুরের সুকান্তপল্লী এলাকায়।